বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে উপনির্বাচনের ভোট গ্রহন শেষ।। গণনা শুরু

By মেহেরপুর নিউজ

April 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ এপ্রিল: মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের শূন্য আসনের উপনির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে। নির্বাচনে ১৭’শ ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন পিজাইডিং অফিসার। মেহেরপুর কলেজ মোড়ের পাশে শহীদ ক্যাপ্টেন হাফিজ উদ্দিন দৃষ্টিনন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতীহীনভাবে ভোটগ্রহন  চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার আনিসুর রহমান মেহেরপুর নিউজকে জানান,বিকেল ৪ টায় ভোটগ্রহন শেষ হয়েছে।৬৫% ভোট পোল হয়েছে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভোট গণনার কাজ। উল্লেখ্য,উপনির্বাচনে  ২ হাজার ৫’শ ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৩’শ ১৮ জন পুরুষ এবং ১ হাজার ২’শ ৫০ জন মহিলা ভোটার রয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন, নিহত কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন বিপুল এর মা সাহিদা বেগম পান্না (নোঙর), জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুল (মোরগ),  শহর যুবদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা আব্দুস সাত্তার মুক্তা ( ফুটবল), সৈয়দ মনজুরুল কবির রিপন (হরিন) মার্কা প্রতিকে নির্বাচন প্রতিদ্বদন্দীতা করছেন।