বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিপুলকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

By মেহেরপুর নিউজ

January 28, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জানুয়ারী: মেহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিপুলকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। জানা যায়, আজ সোমবার রাত ১০ টার দিকে মেহেরপুর জেলা যুবলীগের সহ প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশান শহরের কাশাড়ীপাড়াস্থ   তার বাড়িতে সে ও  কাউন্সিলর বিপুল গল্প করছিল। এমন সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে বিপুলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে বিপুল গুলিবিদ্ধ হয়ে ঘরের মেঝতে লুটিয়ে পরে।এছাড়া গুলির শব্দে তার পাশে থাকা পেরেশান অজ্ঞান হয়ে পরে। পরে আশেপাশের লোকজন তাদের দু’জনকে  উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসাপতালে নিলে কর্তব্যরত  চিকিৎসক বিপুলকে মৃত বলে ঘোষনা করে