মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাসের জীবাণু ধ্বংস করতে বড়বাজার কাঁচামালের বাজারে বিভিন্ন অলিগলি জীবানুনাশক ওষুধ স্প্রে করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে জীবানুনাশক স্প্রে শুরু করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, করোনা ভাইরাসের জীবাণু যেন মানুষের মাঝে ছড়াতে না পারে সেজন্য মেহেরপুর শহরের কাঁচাবাজারগুলোতে জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে।
সরকার আমাদের নির্দেশনা অনুযায়ী অযথা বাইরে ঘোরাফেরা করা যাবে না। ঘরের ভেতর পরিবার নিয়ে থাকতে হবে, নিজেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে।
পৌরবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই,আপনারা প্রয়োজনের বাইরে কেউ ঘর থেকে বের হবেন না। এছাড়াও পৌর মেয়রের নির্দেশে পৌর কাউন্সিলর সৈয়দ আব্দুল্লাহ বাপ্পি ও শাকিল রাব্বী ইভানের নেতৃত্বে শহরে ২ খোলা ট্রাক ও ১৩টি স্প্রে মেশিন দিয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কে জীবননাশক স্প্রে করছে পৌরসভায় কাজে নিয়োজিত সকল কর্মচারীগণ।।