রাজনীতি

মেহেরপুর পৌরসভা নির্বাচনে বিএনপি’র সমর্থিত প্রার্থী ঘোষণা

By মেহেরপুর নিউজ

December 14, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ডিসেম্বর: আজ সোমবার জেলা বিএনপির কার্যালয়ে ২০০৪ সালে ঘোষিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস বর্তমানে পৌর বিএনপির সভাপতিকেই বিএনপির সমর্থিত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক সহ সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন এমপি, পৌরসভার ১১টি ইউনিটের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জাহাঙ্গীর বিশ্বাসকে পৌর মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা করেন। এরপরই নেতৃবৃন্দ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপি মরহুম আহম্মদ আলী সহ প্রয়াত দলীয় নেতাকর্মী সহ সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শেখ সাঈদ আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদ এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, সদর থানা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,  পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আঃ রহিম, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, স্বেচ্ছাচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, জেলা যুবদলে যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান, জেলা যুবদল নেতা জাহিদুল হক জাহিদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ডাঃ সিরাজুল ইসলাম, জেলা মহিলাদলের সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা, জাসাসের কেন্দ্রিয় কমিটির সদস্য মাহফুজুর রহমান অশেষ, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ, মেহেরপুর শিল্প ও বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক নাজিমউদ্দিন আহম্মেদ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আহসান হাবীব সোনা, মেহেরপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আঃ মালেক, বড়বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, করাতকল শ্রমিক ইউনিয়নের সভাপতি কছিমুদ্দিন শেখ, বিএনপির সিনিয়র নেতা তোজাম্মেল হক, সামসুল হুদা, ফারুক হোসেন প্রমুখ।