জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে

By মেহেরপুর নিউজ

April 25, 2017

মেহেরপুর নিউজ ২৫ এপ্রিলঃ মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ একটানা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুর মোমিন প্রিজাইডিং অফিসের বরাত দিয়ে জানান, ভোট কেন্দ্রে উপস্থিত পোলিং অফিসার, সহকারি প্রিজাইডিং ও পোলিং এজেন্টের মোবাইল ফোন জমা রেখেছে পিজাইডিং অফিসার। ভোট কেন্দ্রে দায়িত্বরত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেনা। আজ সকাল সাড়ে ৮ টায় ১ নং ওয়ার্ড নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আ.লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন (নৌকা)।এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। ইনশাল্লাহ আমি বিজয়ী হবো।অপরদিকে বিএনপি মনোনিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ) সকাল ৮ টায় ৩ নং ওয়ার্ড তাঁতী পাড়া মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়া শেষে কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এখন পর্যন্ত আইনশৃংখলা পরিস্থিতি ভাল আছে। এই পরিস্থিতি বিরাজমান থাকন্ধিানের শীষের বিজয় নিশ্চিত। তিনি বলেন, জয় পরাজয় য়াই হোক সেটা আমি মেনে নেব। এছাড়াও বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারিকেল গাছ) শুরুতেই ৭ নং ওয়ার্ড মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। অন্যদিকে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দুদুল সকাল ৯টার দিকে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

এদিকে কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে ব্যাপক। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।মেহেরপুর নিউজের চিফ রিপোর্টার সাংবাদিক মিজানুর রহমান জানান,সব কয়টি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বেশ ভাল।আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক।শান্তিপূর্ণপরিবেশে ভোট গ্রহণ চলছে। উল্লেখ্য,দলীয় প্রতীকে হতে যাওয়া এই প্রথম পৌর নির্বাচনে বড় দুটি দলের দুপ্রার্থীসহ মেয়র পদে লড়ছেন চার জন। এদের মধ্যে আ.লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন (নৌকা) , বিএনপি মনোনিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ), বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারিকেল গাছ) এবং স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের ( মোবাইল ফোন)। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৪ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।পৌরসভার ৩০ হাজার ৯৮৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন।