জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুর পৌর এলাকায় বস্তি শুমারি ও ভাসমান লোক গণনার কাজ শুরু

By মেহেরপুর নিউজ

April 25, 2014

মেহেরপুর  নিউজ ২৪  ডট কম,২৫ এপ্রিল: মেহেরপুর পৌর এলাকায় বস্তি শুমারি ও ভাসমান লোক গণনার কাজ শুরু করেছে পরিসংখ্যান ব্যুরো। বস্তি শুমারি ও ভাসমান লোক গণনার কাজ চলবে একটানা ২ মে পর্যন্ত। দু’জন সুপারভাইজারের নেতৃত্বে ৯ জন গণনাকারী পৌর এলাকায় এই কার্যক্রম পরিচালনা করছে।

শুক্রবার সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মেহেরপুর জেলা শাখার উদ্যোগে পৌরসভার হঠাৎ পাড়ায় শুমারি কাজের উদ্বোধন করেন সদর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডল। এসময় উপস্থিত ছিলেন,মেহেরপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুল হক। সদর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডল মেহেরপুর নিউজকে বলেন,বস্তি এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষে বর্তমান সরকার এই শুমারি কার্যক্রম হাতে নিয়েছে।