শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর পৌর কলেজে বহিরাগতদের হামলা।। ছাত্র-শিক্ষক লাঞ্চিত।।আটক-১

By মেহেরপুর নিউজ

September 16, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ সেপ্টেম্বর:

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বেড়পাড়ার একদল যুবক মেহেরপুর পৌর কলেজে হামলা চালিয়ে কয়েকজন ছাত্র ও শিক্ষককে লাঞ্চিত করেছে। কলেজের ছাত্ররা এক বহিরাগতকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। প্রত্যক্ষদর্শী কলেজ ছাত্ররা জানিয়েছে,  মেহেরপুর পৌর কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্র একই শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে কলেজের একটি টয়লেটের মধ্যে গল্প করার সময় দ্বাদশ শ্রেনীর এক ছাত্র টয়লেটে প্রবেশ করে। এতে ক্ষিপ্ত হয়ে একাদশ  শ্রেণীর ওই ছাত্র দ্বাদশ শ্রেনীর ছাত্রকে মারধর করে।

এসময় পৌর কলেজে সাধারন ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষন পর একাদশ শ্রেনীর কয়েকজন ছাত্র বেড়পাড়া থেকে বহিরাগত একদল যুবককে নিয়ে কলেজে হামলা চালায়। এসময় কলেজ ছাত্র বিপুল, জসিম, উজ্জ্বল, সজল এবং কলেজ শিক্ষক মাজাহারুল ইসলাম, সোহরাব হোসেন লাঞ্চিত হন। উত্তেজিত ছাত্ররা এসময় লাঠি সোঠা নিয়ে বহিরাগতদের ধাওয়া করে বেড় পাড়ার আবুল কাশেমের ছেলে উজ্জ্বলকে (২০) আটক করে গন পিটুনী দিয়ে একটি কক্ষে আটকে রাখে। দ্বাদশ শ্রেণীর ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে। খবর পেয়ে মেহেরপুর থানা থেকে বিপুল পরিমান পুলিশ কলেজ ক্যাম্পাসে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ কলেজ শিক্ষকদের এক জরুরী সভায় দোষী ছাত্রদের খুঁজে বের করে তাদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হলে দ্বাদশ শ্রেনীর ছাত্ররা শান্ত হয়। পরে কলেজ শিক্ষকদের সমন্বয়ে ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এদিকে এর আগে কলেজের ছাত্র ও শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ উজ্জ্বলকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে বহিরাগতদের ওই হামলায় পৌর কলেজের শিক্ষক ও ছাত্র লাঞ্চিত হওয়ায় শিক্ষকবৃন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।