বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর কাউন্সিলর ইমতিয়াজের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

September 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ সেপ্টেম্বর: মেহেরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইমতিয়াজের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  ও স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুর পৌরসভার কাউন্সিলর কর্মকতা-কর্মচারী স্বমন্বয় পরিষদ। আজ সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পৌরসভার সামনে থেকে প্যানেল মেয়র আল মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হাতে  স্মারকলিপি তুলে দেন। এ সময় মেহেরপুর পৌরসভার সকল কাউন্সিলরসহ সংরক্ষিত মহিলা কাউন্সিলরা উপস্থিত ছিলেন।