বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর নির্বাচনের দাবিতে মহিলাদের ঝাড়ু নিয়ে বিক্ষোভ

By মেহেরপুর নিউজ

October 08, 2016

মেহেরপুর নিউজ, ০৮ অক্টোবর: মেহেরপুর পৌর নির্বাচনের দাবিতে শহরে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ করেছে মহিলারা।

শনিবার বিকাল ৫ টার দিকে মেহেরপুর পৌরবাসীর ব্যানারে মহিলারা এ কর্মসূচী পালন করেন। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে শহরের হোটেল বাজার থেকে মহিলাদের বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি প্রথমে মেয়রের বাসভবনের মোড়ে গিয়ে সেখানে কিছুক্ষন অবস্থান করে এবং পৌর মেয়রের বাসভবেেনর ভিতর প্রবেশ করার চেষ্টা করে। সেখানে পুলিশি বাধায় মিছিলটি পৌরসভার সামনে যায়। সেখানে গিয়ে পৌরসভার ভিতর প্রবেশের চেষ্টা করলে সেখানেও পুলিশি বাধার মুখে পড়লে পৌরসভার সামনের সড়কে বসে পড়ে অবস্থান নেয়। সেখানে আধাঘন্টা অবস্থান করার পর আবারও মিছিল সহকারে শহরের ভুমি অফিস মোড় প্রদক্ষিন করে। বিক্ষোভ কমূসূচীতে শহরের বিভিন্ন এলাকার মহিলারা ঝাড়ু হাতে অংশগ্রহণ করে বর্তমান মেয়রের বিরুদ্ধে শ্লোগান দেয়।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন মেহেরপুর পৌরসভার নির্বাচনী তফশীল ঘোষনা করেন। ঘোষীত তফশীল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৬ অক্টোবর মনোনয়ন জমার শেষে সন্ধ্যার সময় নির্বাচন কমিশন উচ্চ আদালতের আদেশে নির্বাচন স্থগিত করেন।