রাজনীতি

মেহেরপুর পৌর নির্বাচনের প্রার্থীদের ব্যস্ততা\ টাকার বিনিময়ে চলছে কর্মী নিয়োগ

By মেহেরপুর নিউজ

December 22, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ডিসেম্বর:

মেহেরপুর পৌর সভার নির্বাচনী দিনক্ষন ঘনিয়ে আসার সাথে সাথে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলরদের ব্যস্ততা বেড়ে গেছে। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে শহরের অলিতে-গলিতে চালাচ্ছেন নির্বাচনী প্রচারনা। পাড়া-মহল­ায় গড়ে উঠেছে অস্থায়ী নির্বাচনী অফিস। আগামী ১৩ জানুয়ারি/১১ মেহেরপুর পৌর সভার কাক্সিখত নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের দিন-ক্ষন এগিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের ঘুম হারাম হওয়ার যোগাড় হয়েছে। কাক ডাকা ভোর থেকে প্রার্থীরা ছুটে চলেছে ভোটারদের বাড়িতে বাড়িতে। ভোটারদের ঘুম না ভাঙলেও প্রার্থীরা প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে ভোটারদের ঘুম ভাঙিয়ে দোয়া চাচ্ছেন। ফেরার পথে চালাচ্ছেন গন সংযোগ। দুপুরের পর থেকে নিজ নিজ প্রার্থীর সমর্থনে পুরুষ ও মহিলা কর্মীরা দল বেধে এবাড়ি ও বাড়ি এপাড়া ওপাড়া চষে বেড়াচ্ছেন। কর্মীরা ভোটারদের কাছে গিয়ে আত্মীয়ের পরিচয় দিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারনা চালাচ্ছেন। অনেক প্রার্থী টাকার বিনিময়ে কর্মী নিয়োগ দিয়ে নির্বাচনী প্রচরনা চালাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এ দিকে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে অনেক নারী-পুরুষ অতিরিক্ত অর্থের লোভে সকালে এক প্রার্থী বিকেলে অন্য প্রার্থীর কর্মী সেজে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছে। অপর দিকে শহরের পাড়া মহল­ায় তাবু টানিয়ে কিংবা নির্মানাধীন বাড়িতে প্রার্থীদের সমর্থনে নির্বাচনী অফিস খুলে বসেছে এলাকাবাসী। সকাল থেকে মধ্যরাত অবধি এসব অফিসে লাল চা আর সিগারেটের রমরমা আসর চলছে। এ ছাড়া স্ব স্ব এলাকার উঠতি বয়সী যুবকরা নানা ফন্দি ফিকিরের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে বাগিয়ে নেয়ার চেষ্ঠা চালাচ্ছে।