রাজনীতি

মেহেরপুর পৌর নির্বাচনের প্রার্থীদের গন সংযোগ অব্যাহত

By মেহেরপুর নিউজ

December 26, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ডিসেম্বর:

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর পৌরসভার ৫মেয়র প্রার্থী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর প্রার্থীরা তাদের গন সংযোগ অব্যাহত রেখেছেন। প্রচন্ড শীতকে  উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তারা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। বর্তমান মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল­াহ মতু, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. ইয়ারুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান বিএনপি’র একাংশের প্রার্থী আব্দুর রহমান এবং বিএনপি’র অপর অংশের প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস এবং পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মোসলেম আলীকে কখনো একা, আবার কখনো নেতা কর্মীদের নিয়ে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল­ার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি ভোটার ও অভোটারদের কাছে দোয়া চাচ্ছেন। বর্তমান মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল­াহ মতু  শনিবার শহরের বাসস্ট্যান্ডপাড়া, কাজিঅফিসপাড়া, স্টেডিয়ামপাড়া, মুখার্জীপাড়া, বেড়পাড়া, তাঁতিপাড়ায় গনসংযোগ করেন। আওয়ামীলীগের প্রার্থী অ্যাড. ইয়ারুল ইসলাম বাসস্ট্যান্ডপাড়া, কাজি অফিসপাড়া, হোটেল বাজারপাড়া, মলি­কপাড়া, গোরস্থানপাড়ায় গন সংযোগ করেন। জাহাঙ্গীর বিশ্বাস বেড়পাড়া, তাঁতিপাড়া, নতুনপাড়া, ঘোষপাড়ায় ব্যাপক গন সংযোগ করেন। সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান শহরের মন্ডলপাড়া, মলি­কপাড়া, গোরস্থানপাড়াসহ বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, বিএনপি নেতা ইলিয়াস হোসেন, আনছারুল হক, হাফিজুর রহমান হাফি, আলমগীর হোসেন, নূরুন্নবী বাবু,আনোয়ারুল হক কালু, জেলা যুবদলের সভাপতি জহিরুল ইসলাম বড় বাবু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, মোঃ মোস্তাকিম প্রমুখ। অপরদিকে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত পৌর নির্বাচনের অপর প্রার্থী মোসলেম আলী শহরের  বেড়পাড়া, খাঁপাড়াসহ বিভিন্ন এলাকায় গন সংযোগ করেছেন। এদিকে পৌর নির্বাচনে পৌর মেয়রদের পাশাপাশি ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান রিপন, মোয়াজ্জেম হোসেন, জাহাঙ্গীর হোসেন, গোলাম ফারুকুল লাকি, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইয়াছিন আলী শামীম, তারিক মোঃ সাইফুল ইসলাম, আল মামুন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফয়েজউদ্দিন, মিয়ারুল ইসলাম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিল রাব্বি, আব্দুর রহিম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত, আব্দুর রফিক, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহীনুর রহমান, ইমতিয়াজ আহমেদ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু বক্কর, সেলিম খান, সামছূল ইসলাম মিঠু, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আতিয়ার রহমান, আব্দুল­াহ আল মামুন বিপুল, মোস্তাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম বাবলু ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হামিদুল ইসলাম, পার“লা খাতুন এবং ১, ২ ও ৩ নং ওযার্ডের সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর প্রার্থী মনোয়ারা খাতুন, মাধবী, রহিমা খাতুন, নূরুন্নাহার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর প্রার্থী সামিউল বশিরা, লতিফুন নেছা, শিউলী খাতুন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর প্রার্থী মনোয়ারা খাতুন, রওশন আরা খাতুন, রোখসানা খাতুন প্রমুখ প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোট ও দোয়া চেয়ে গনসংযোগ করেছেন।