বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর নির্বাচনে-৬ নং ওয়ার্ডের চালচিত্র

By মেহেরপুর নিউজ

June 12, 2022

মেহেরপুর নিউজ:

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীরা শেষ মুহূর্তে এসে তাদের প্রচারণা বাড়িয়ে দিয়েছেন। মেহেরপুর শহরের প্রধান সড়ক সহ পাড়া মহল্লার ওলিতে গলিতে এখন শুধুই চোখে পড়ছে প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার। নির্বাচনের প্রাক্কালে কাউন্সিলর প্রার্থীদের কার কেমন অবস্থান তা নিয়ে মেহেরপুর নিউজের বিশেষ প্রতিবেদন। এ পর্যায়ে থাকছে মেহেরপুর পৌরসভার-৬ নং ওয়ার্ডের চালচিত্র।

মেহেরপুর শহরের ক্যাশব পাড়া, ফৌজদারী পাড়ার উত্তরাংশ, মহিলা কলেজ সড়ক, বড় বাজার পাড়া, টাউন হল পাড়া, পুরাতন হাসপাতাল পাড়া, নজরুল রোড মন্ডলপাড়া এবং গড়পাড়া নিয়ে গঠিত মেহেরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড।

৬ নং ওয়ার্ডে ২ কেন্দ্রে ২ হাজার ৮৬৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬ নং ওয়ার্ডের ভোটার ভোট দান করবেন।

ভোটারদের মন জয় করতে ৬ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এদের মধ্যে সৈয়দ মঞ্জুরুল হাসান (পানির বোতল),শামীম রেজা(টেবিল ল্যাম্প) , বোরহানুল আজিম(উটপাখি) , শাহিনুর রহমান(পাঞ্জাবি)।

৬ নং প্রার্থীর মধ্যে ৩ জন রয়েছেন হেভিওয়েট প্রার্থী। সদ্য সাবেক হওয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সৈয়দ মঞ্জুরুল হাসান এবং বোরহানুল আজিম রয়েছেন হেভিওয়েট প্রার্থী তালিকায়।

৬ নং ওয়ার্ডের মূলত ৩ প্রার্থীর মধ্যে লড়াই হবে। এক্ষেত্রে মঞ্জুরুল হাসান গত বছর শাহিনুর রহমান রিটনের কাছে হাড্ডাহাড্ডি লড়াই করেও পরাজিত হয়েছিলেন। সে থেকে যেমন তিনি মাঠে রয়েছেন ঠিক তদ্রূপ শাহিনুর রহমান রিটনের বিগত পাঁচ বছরের কর্মকাণ্ড নিয়ে হিসাব – নিকাশ করছেন ভোটাররা। বোরহানুল আজিম সেক্ষেত্রে প্রচারের দিক দিয়েও এগিয়ে রয়েছেন যথেষ্ট। ১৫ জুন ভাগ্য নির্ধারণ হবে এদের মধ্যে থেকে ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ীর।