জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুর পৌর নির্বাচন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের- ড. বদিউল আলম মজুমদার

By মেহেরপুর নিউজ

October 10, 2016

মেহেরপুর নিউজ,১০ অক্টোবর: সুজন’র (সুশানের জন্য নাগরিক) সাধারণ সম্পাদক ড বদিউল আলম মজুমদার বলেছেন, মেহেরপুর পৌরসভার সীমানা জটিলতা দুর করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব স্থানীয় সরকারের। যাতে আমরা সংবিধান রক্ষা করতে পারব। তবে নির্বাচনের দাবিতে সহিংসতা হওয়া উচিত নয়। জনগণের অধিকার আছে তাদের দাবি করার। সরকারের দায়িত্ব জনগণের নায্যদাবি গুলো পুরণ করার। সোমবার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় গণগবেষক, নারীনেত্রী ও নাগরিক সমাজ আয়োজিত অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. মজুমদার বলেন, সুন্দরবন একটি অমুল্য সম্পদ। আমরা অনেক কিছু গড়ে তুলতে পারবো কিন্তু একটা সুন্দরবন গড়ে তুলতে পারবা না। আমরা একটি ইতিবাচক দিক দেখতে পাচ্ছি সরকার তার পক্ষে যুক্তি তুলে ধরেছে এবং জনগণ তাদের পক্ষে যুক্তি তুলে ধরছে। আমরা আশা করছি যুক্তি তর্কের বিজয় হবে এবং সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মান থেকে সরে দাড়াবে।

জেলা পরিষদের নির্বাচন প্রশ্নে তিনি বলেন, জেলা পরিষদের নির্বাচন যেভাবে হচ্ছে এটা অনেকের কাছেই গ্রহণযেগাগ্য নয়। এটা অনেকটা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসী সিস্টেমে হচ্ছে। আমরা প্রস্তাবনা তুলে ধরেছি অন্যভাবে হওয়ার ব্যাপারে। আমরা আশা করি সরকার যে অধ্যাদেশ জারি করেছে তা পরিবর্তন করে জনগণের ভোটের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন করার ব্যাপারে উদ্যেগ গ্রহণ করবে। পরে তিনি গাংনী উপজেলা মিলনায়তনে অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগহণ করেন। জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দি হাঙ্গার প্রজেক্ট’র অষ্ট্রলিয়া কান্ট্রি ডিরেক্টর ক্যাথে বাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুজন সম্পাদক ড.বদিউল আলম মজুমদার,হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর জেরিনা কবির, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ-জামান, মেহেরপুর জেলা বীজ প্রক্রিয়াকরণ কর্মকর্তা ড.আক্তারুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান অল্ডাম, দি হাঙ্গার প্রজেক্টোর এলাকা সমন্বয়ক খোরশেদ আলম প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার হাঙ্গার প্রজেক্টোর উজ্জীবক, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।