অন্যান্য

মেহেরপুর পৌর মেয়রের পুত্র এখনও নিরাপত্তার অভাবে লন্ডনে পলাতক জীবন কাটাচ্ছে

By মেহেরপুর নিউজ

March 14, 2010

নিউজ ডেস্ক: মেহেরপুর পৌর মেয়র মুতাছিম বিললাহ (মতু)-র পুত্র মোহাইমিন বিললাহ (শুভ) এখনও নিরাপত্তার অভাবে দেশ ছেড়ে লন্ডনে পলাতক জীবন কাটাচ্ছে। গত ০৭ সালে সে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হলে, তার বিরুদ্ধে মেহেরপুর থানায় একাধিক মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করা হয়। শহরের কাথুলী সড়কে শিব মন্দিরের সামনের একটি ভিডিও দোকান থেকে পুলিশ সে সময় শক্তিশালী কয়েকটি বোমা উদ্ধার করলে রাজনৈতিক চাপে পুলিশ সেই বোমা উদ্ধার মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়িত করে। তার উপর শুরু হয় পুলিশী হয়রানি। সে সময় রাজনৈতিক কারণে সন্ত্রাসীদের অব্যাহত হুমকীর কারণে সে নিজ দেশেই ঘরছাড়া হয়ে পলাতক জীবন বেছে নেয়। এক পর্যায়ে দেশে বসবাস করাও তার জীবনের জন্য ঝুকি হয়ে পড়ে। শুধুমাত্র রাজনৈতিক দ্বন্দে তার জীবন ঝুকিপূর্ণ হয়ে পড়ায় সেই সময়ই তার স্কুল জীবনের পড়াশুনা বন্ধ হয়ে যায়। একই কারণে সে তৎকালীন সময়ে সন্ত্রাসীদের টাগের্টে পরিনত হয়ে পড়ে। এর জের ধরে পরবর্তীতে তার পিতা মেয়র মুতাছিম বিললাহ মতুর বিরুদ্ধে মেহেরপুর থানায় ১৯ টি হয়রানি মূলক মামলা দায়ের করা হয়। যেগুলি এখনও বিচারাধীন। অবশেষে মেয়র পুত্র মোহাইমিন বিললাহ শুভ একের পর এক রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হওয়ায় এবং সন্ত্রাসীরা তাকে নানাভাবে প্রাণনাশের হুমকী দেওয়ায় সে ০৭ সালে নিরাপত্তার অভাবে গোপনে দেশ ছেড়ে লন্ডনে আশ্রয় নেয়। তারপর থেকে এখনও সে লন্ডনে পলাতক জীবন কাটাচ্ছে। বর্তমান সময়েও তার দেশে ফেরৎ আসা জীবনের জন্য ঝুকি বলে জানিয়েছে সূত্রগুলি।