রাজনীতি

মেহেরপুর পৌর শাখা ও মুজিবনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

December 27, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর: মেহেরপুর পৌর শাখা ছাত্রলীগ ও মুজিবনগর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের নিউ মার্কেটে জেলা ছাত্রলীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন নতুন কমিটির অনুমোদন করেন।

মেহেরপুর পৌর শাখার ছাত্রলীগের ৩ সদস্য বিশিষ্ট ও মুজিবনগর উপজেলা ছাত্রলীগের ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। মেহেরপুর পৌর শাখার ছাত্রলীগের মোঃ মাহাফুজুর রহমান পোলেন কে সভাপতি মোঃ

ফেরদৌস (শোভন) সাধারন সম্পাদক ও মোঃ সাইদুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্য কমিটি ঘোষনা।  মুজিবনগর উপজেলা ছাত্রলীগের মোঃ রোকনুজ্জামান কে সভাপতি, জুয়েল রানা সহ- সভাপতি , সম্রারাট সহ- সভাপতি, আসিফ ইকবাল বিদ্যুৎ সাধারন সম্পাদক, ইউনুস আহমেদ যুগ্ম সাধারন সম্পাদক, ও সোহাগ কে সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

মেহেরপুরে ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষীকি উদযাপন  উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগামী ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষীকি উদযাপন  উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের নিউ মার্কেটে জেলা ছাত্রলীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারন সম্পাদক কুদরত-ই খূদা র“বেল, ছাত্রনেতা মাহফুজুর রহমান পোলেন, শোভন, বিদ্যুৎ, রোকন,সেন্টু ,বিপ­ব প্রমুখ।