বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর শ্বাশান কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

March 31, 2017

মেহেরপুর নিউজ, ৩১ মার্চ: মেহেরপুর পৌর শ্বাশান কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শহরের নায়েব বাড়ি মন্দিরে পৌর শ্বাশান কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজল দত্ত, অভিজিৎ বসু, কিশোর পাত্র, বিজয় কুমার কার্তিক মল্লিক, তপন শাহা, সুখদেব পাল।

পরে কাজল দত্তকে সভাপতি ও প্রেম নাথকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পৌর শ্বাশান কমিটি গঠন করা হয়।