বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর প্রথম জাতীয় ভোটার দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 01, 2019

মেহেরপুর নিউজ, ১ মার্চ : বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে প্রথম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারি পুলিশ সুপার লিয়াকত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির আহমেদ, জো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আখতারুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। আলোচনা সভার আগে জেলা সেখানে নতুন ভোটার অন্তর্ভুক্ত করণের উদ্বোধন করা হয়।