ফুটবল

মেহেরপুর প্রথম বিভাগ ফুটবল লীগে চিৎলা জাগরণী ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

March 15, 2021

মেহেরপুর নিউজ:

কিছুটা গুরুত্বহীন হলেও ঐতিহ্যের লড়াইয়ে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল বামনপাড়া বটতলা একাদশ ও চিৎলস জাগরণী ক্লাব। বামনপাড়া প্রথমে গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ঐতিহ্যের লড়াইয়ে জয়ী হয়েছে চিৎলা জাগরণী ক্লাব।

মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে শেষ পর্যন্ত চিৎলা জাগরণী ক্লাব ২-১ গোলে বামনপাড়া বটতলা একাদশকে পরাজিত করে। খেলা শুরু হওয়ার প্রথম পাঁচ মিনিটের মাথায় উভয় দলই একটি করে গোলের সহজ সুযোগ লাভ করেছিল, কিন্তু কাজে লাগাতে পারেননি, প্রথমার্ধের ২২ মিনিটের মাথায় রহমান দলের পক্ষে প্রথম গোল করে বটতলা একাদশকে এগিয়ে নেন। ৩০ মিনিটের মাথায় জাগরণীর স্বপন গোল করে খেলায় সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আবারও দুই দলে গোল করে এগিয়ে যাবার জন্য মরিয়া হয়ে ওঠে, শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটের মাথায় আবারো স্বপনের গলে চিৎলা জাগরণী কে এগিয়ে দেন। খেলা শেষ হওয়ার এক মিনিট পূর্বে তুহিন খেলায় সমতা ফেরানোর শেষ সুযোগটি কাজে লাগাতে পারেননি, শেষ পর্যন্ত জাগরণী ক্লাব ২-১ গোলে জয়লাভ করে দ্বিতীয় খেলায় প্রথম জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল। অপরদিকে দুটি খেলায় পরাজিত হয়ে এক খেলা বাকি থাকতেই বটতলা একাদশ প্রথম পর্ব থেকে বিদায় একপ্রকার নিশ্চিত করে ফেলল।