খেলাধুলা

মেহেরপুর প্রথম বিভাগ ভলিবল লীগে গাংনী পৌর ভলি একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

January 03, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম বিভাগ ভলিবল লীগে গাংনী পৌর ভলি একাদশ জয়লাভ করেছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় গাংনি পৌর ভলি একাদশ ২৫-৬,২৫-৭ সেটে টেংরামারী যুব সংঘকে পরাজিত করে।