মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩১ মার্চ: মেহেরপুর শহরের প্রধান সড়কের মহিলা কলেজ মোড়ে এবং বড় বাজার চার রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় শিবির কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে এ খবর পেয়ে জেলা ছাত্রলীগ শহরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে। আজ রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড় এবং বড়বাজার চার রাস্তার মোড়ে ২টি টায়ার জ্বালিয়ে আতঙ্ক তৈরি করে পালিয়ে যায় শিবির কর্মীরা । ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পরপরই মেহেরপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বড়বাজার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিন করে হোটেল বাজার মোড়ে এসে শেষ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে শহর ছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলাম পোলেন,সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ শোভন,কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা রুবেল প্রমুখ।