করোনাভাইরাস

মেহেরপুর প্রশাসনে কাছে আশা’র ৭শ জনের খাদ্য সামগ্রী হস্তান্তর  

By মেহেরপুর নিউজ

May 12, 2020

মেহেরপুর প্রতিনিধি:

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কারণে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের জন্য মেহেরপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৭০০ জনের খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে মেহেরপুর শাখার এনজিও প্রতিষ্ঠান “আশা”।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক চত্তরে এসকল খাদ্য সামগ্রী জেলা প্রশাসনের হতে তুলে দেন কুষ্টিয়ার আশা’র সহকারি কুষ্টিয়া ডিভিশনাল  ম্যানেজার ওমর ফারুক।

এসকল খাদ্য সামগ্রী সদর উপজেলার কর্মহীন মানুষের মাঝে সুষ্ঠু ভাবে বিতরনের জন্য প্রশাসনে হতে তুলে দেন আশা এনজিও প্রতিষ্ঠান মেহেরপুর শাখা। এসময় সেখানে আশা’র মেহেরপুর জেলা শাখার ম্যানেজার নাজমুল আলম, রিজিওনাল ম্যানেজার কুরবান আলী, ম্যানেজার নজরুল ইসলাম সহ আশা এনজিও এর সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।