মেহেরপুর নিউজ, ০৯ জানুয়ারী: বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করণের ৫ম বার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার সকালে পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কোমর উদ্দিন, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ। এরআগে একটি আনন্দ র্যালী বের করা হয়।