বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সঞ্জীবনী কর্মশালা

By মেহেরপুর নিউজ

June 28, 2018

মেহেরপুর নিউজ, ২৮ জুন: মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কমিউনিকেশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক ‘সঞ্জীবনী কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুরের সিবিএসডিপি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিশুদের মাঝে চাহিদা সৃষ্টি, মানসম্মত সেবা প্রদান ও সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে শিশুদের বিদ্যালয়মূখী করণের নানা পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন মুজিবনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, রবিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান প্রমুখ। কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, সাংবাদিক, অভিভাবক সদস্য অংশগ্রহণ করেন।