তথ্য প্রযুক্তি

মেহেরপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মহাসিন আলী মিথ্যা মামলা হতে অব্যহতি পেয়েছেন

By মেহেরপুর নিউজ

May 07, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল: মেহেরপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের ডাক’র জেলা সংবাদদাতা ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মেহেরপুর ব্যূরো প্রধান মহাসিন আলী মিথ্যা চাঁদাবাজি মামলা হতে অব্যহতি পেয়েছেন। চাঁদাবাজদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে চাঁদাবাজরা সাংবাদিক মহাসিন আলীকে মোবাইল ফোনে হুমকী দেয়। পরে আটক চাঁদাবাজের মোবাইল ফোনে তার ফোন নম্বর সেভ থাকায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জড়িয়ে তাকে আটক করা হয়। পরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানা পুলিশ চাঁদাবাজের সাথে তার বিরুদ্ধেও চার্জশীট দাখিল করে। পরে আদালত থেকে তিনি জামিন পান। ওই মামলায় চার্জ গঠনের সময় মামলা হতে অব্যাহতি চেয়ে তার আইনজীবী আদালতে আবেদন জানান। গতপরশু বৃহস্পতিবার শুনানী শেষে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ-১ তাকে মামলা হতে অব্যহতি দেন।শুনানীতে  তার পক্ষের কৌশলী ছিলেন অ্যাড. বিল­াল হোসেন ও অ্যাড. লাভলু। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. মানোয়ার হোসেন।