টপ নিউজ

মেহেরপুর ফুটবল এসোসিয়েশনের উপনির্বাচনে আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সভাপতি

By মেহেরপুর নিউজ

January 30, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি পদে উপনির্বাচনে আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনের আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সভাপতি নির্বাচিত হন। মোট ২২ জন ভোটারদের মন জয় করার জন্য দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। মোট জন ভোটারের মধ্যে ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ১৭ ভোট পেয়ে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী শাহিনুর রহমান রিটন ৪ ভোট পান।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন ফলাফল ঘোষণা করেন। এসময় নবনির্বাচিত সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, নির্বাচন পর্যবেক্ষক জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দেলোয়ার হোসেন, শফিউল আজম,জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আতর আলী, সদস্য আনোয়ারুল হক শাহী, সোহেল রানা সবুজ, মোস্তাফিজুর রহমান বাবু, সৈয়দ এহসানুল কবীর আরিফ, উপস্থিত ছিলেন।