নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান অনুদ্ধ ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
পরে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে সদর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন। এসময় খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী খেলার পিরোজপুর ইউনিয়ন জয়লাভ করেছে।
খেলায় পিরোজপুর ৩-০ গোলে কুতুবপুর ইউনিয়নকে পরাজিত করে। বিজয়ী দলের আব্দুল্লাহ, সাজু ও মুস্তাফিজ ১টি করে গোল করেন।