করোনাভাইরাস

মেহেরপুর বড়বাজারে মাছ ব্যবসায়ীদের ধর্মঘট

By মেহেরপুর নিউজ

April 15, 2020

মেহেরপুর নিউজ:

পূর্ব ঘোষণা ছাড়াই আড়ৎদার কতৃক এক টাকা করে কমিশন কাটার কারণে মেহেরপুর বড়বাজার এলাকায় মাছ ব্যবসায়ী ধর্মঘট শুরু করেছে।

বুধবার সকাল থেকে মাছের ব্যবসায়ী তাদের মাছ বিক্রি থেকে বন্ধ রেখে তারা নিজ নিজ দোকানের সামনে অবস্থান করছে। মাছ ব্যবসায়ীরা জানান কোনরকম পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার সকাল থেকে মাছ ক্রয় করতে গেলে শতকরা ১ টাকা করে কমিশন কাটা শুরু করেন।

এতে করে মাছ ব্যবসায়ীরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর প্রতিবাদ করতে গেলে কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও জানান।

ঘটনার পরপরই বড় বাজার এলাকার মাছ ব্যবসায়ীরা আড়ৎ থেকে মাছ ক্রয় বন্ধ করে এবং মাছ বিক্রি বন্ধ করে দেয়। এব্যাপারে তহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ বিষয়টি শোনার পরপরই উভয়ের সঙ্গে কথা বলার জন্য প্রক্রিয়া শুরু করেন। এদিকে হঠাৎ করে বড়বাজার এলাকায় মাছ বিক্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মাছ ক্রয় করতে গিয়ে শূন্য হাতে ফিরে আসেন।