বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বাজারে পুরো শীতে সবজি‘র দাম চড়া

By মেহেরপুর নিউজ

January 29, 2022

মেহেরপুর নিউজ:

শাক-সবজির জেলা হিসেবে খ্যাত মেহেরপুর জেলায় পুরো শীত মৌসুমে সবজির দাম খুব একটা কমেনি। মেহেরপুরের বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি পাওয়া গেলেও শাক সবজির দাম যেমনটি কমার কথা ছিল সেই তুলনায় দাম কমেনি। গত এক সপ্তাহে মেহেরপুরের বাজারগুলোতে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, ফুলকপি, বাঁধা কপি আলু, টমেটো, গাজর, সিম, পালং শাক, লাউ, বেগুন, ব্রয়লার মুরগি, কক, সোনালী মুরগী, ছোলা শাক এর দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে পাইকারির তুলনায় খুচরা বাজারের দাম তুলনামূলকভাবে বেশি দরে বিক্রি হচ্ছে।

শনিবার মেহেরপুর শহরের বড়বাজার এবং হোটেল বাজার শাহ আলম পৌর মার্কেট ঘুরে দেখা গেছে কাঁচা মরিচ ৪০ টাকা কেজি, পেঁয়াজ ৩০ টাকা কেজি,রসুন ৫০-৪০ টাকা কেজি,আদা ৮০ টাকা কেজি,ফুলকপি ২৫ টাকা কেজি, বাঁধাকপি ১২ টাকা কেজি, আলু ১২ টাকা কেজি , টমেটো ৩০ টাকা কেজি , গাজর ২৫ কেজি, সিম ৩০ টাকা কেজি, পালং শাক ১৫ টাকা কেজি, লাউ ৩০ টাকা পিস , বেগুন ৩৫-৪০ টাকা কেজি , ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজি,কক ২৪০ টাকা কেজি ,সোনালী মুরগী ২৪০ টাকা কেজি, দেশি মুরগী ৪শ টাকা কেজি, ছোলার শাক ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে এক্ষেত্রে বাজার মনিটরিং করার কোন ব্যবস্থা করা হয়নি।