মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে প্রকাশ্যে দিবালোকে ৪ শতাধিক কলার গাছ কেটে তছরূপাত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ৬ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলার বিবরনে জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নিয়ামত আলীর ছেলে জয়নাল আবেদীন মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার মাঠে ৩৫ শতক জমিতে কলার চাষ করে আসছেন। ইতিমধ্যে কলার গাছে কান্দি আসতে শুরু করেছে। ঘটনার দিন দুপুরের দিকে বামনপাড়া গ্রামের তারা মীরের ছেলে হাবিবুর রহমান হবু’র নেতৃত্বে তার ভাই রবু, রবু মীরের ছেলে রঞ্জু ও রিকু, মাজেদ আলীর ছেলে নূরুল ইসলাম নুরু ও মোনাজাত আলীর ছেলে মোশারফ হোসেন কলার জমিতে প্রবেশ করে প্রায় ৪শ’ কলার গাছ কেটে তছরূপ করে। এতে ক্ষেত মালিক জয়নাল আবেদীনের প্রায় এক লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি মামলার এজাহারে উল্লেখ করেছেন।