বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বারাদী বিএডিসি খামারের শ্রমিকদের লাঠি মিছিল

By মেহেরপুর নিউজ

August 02, 2015

মেহেরপুর নিউজ,০২ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার বারাদী বীজ উৎপাদন খামার এর উপ-পরিচালককে লাঞ্জিত তার কাছ থেকে চাঁদা দাবী করাই উক্ত খামারের শ্রমিকরা চাঁদা দাবী কারীদের গ্রেফতারের দাবীতে এক লাঠি মিছিল বের করে।

রবিবার বিকাল ৫ টার দিকে বারাদীতে মিছিলটি বারাদী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে খামার চত্বরে এক সমাবেশে এর মাধ্যমে মিছিল শেষ করে । এখানে বক্তব্য রাখেন বারাদী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ আলতাফ আলী, সাধারন সম্পাদক মুনসুর আলী, শ্রমিক নেতা আজগর আলী ও মোঃ আঃ রশিদ। এ বিষয়ে বারাদী বীজ উৎপাদন খামারের উপপরিচালক মোঃ মুজিবর রহমান খান জানান যে, কয়েকদিন আগে তার অফিস কক্ষে বেলা ৩ টার দিকে এলাকার ৪ জন দুস্কৃতকারী চাঁদা দাবী করে এবং অকথ্য ভাষায় গালাগালি সহ হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি এ বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে লিখিত ভাবে জানান।