টপ নিউজ

মেহেরপুর বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছুটিছাড়াই কর্মস্থলের বাইরে

By মেহেরপুর নিউজ

September 17, 2019

খুলনা বিভাগীয় সভায় ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাসম আরা বেগম ছুটিছাড়াই কর্মস্থলের বাইরে অবস্থান করছেন। এনিয়ে খুলনা বিভাগীয় সভায় ক্ষোভ প্রকাশ হয়েছে। যদিও প্রদান শিক্ষক দাবি করছেন তিনি ছুটির আবেদন দিয়েই কর্মস্থলের বাইরে আছেন। নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান ছুটি নিতে চাইলে বিভাগীয় কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। এবং কর্মস্থল ত্যাগ করার পূর্বে নিজ জেলার জেলা প্রশাসককে অবহিত করতে হবে। মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাসম আরা বেগম তার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে কোন আবেদন না করেই জেলা প্রশাসককে অনুলিপি দিয়ে ৭ সেক্টেম্বর থেকে ১৫ সেক্টেম্বর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি ১৬ সেক্টেম্বর খুলনা বিভাগীয় সভায় উপস্থাপন করলে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া তাৎক্ষনিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা উপ-পরিচালককে বিষয়টি জানান। উপ-পরিচালক বিভাগীয় কমিশনারকে জানান, ওই শিক্ষকের ছুটির বিষয়ে কোন আবেদন পাওয়া যায়নি। এনিয়ে বিভাগীয় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় বলে জানাগেছে। শাসম আরা বেগম স্বাক্ষরিত কোন স্মারক নং ছাড়াই জেলা প্রশাসক বরাবর যে অনুলিপি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে ৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ঢাকায় অবস্থান করবেন। অথচ তিনি ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কর্মস্থনের বাইরে অবস্থার শেষে ১৬ সেপ্টেম্বর বিদ্যালয়ে আসেন। এব্যাপারে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন, এটা খুব দু:খ জনত ঘটনা একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে কর্মস্থলে ছিলেন না। এব্যাপারে জেলা শিক্ষা অফিসার মোঃ শাহিন আক্তার বলেন, উর্দ্ধতন কতৃপক্ষের কাছে ছুটি নিলেও কর্মস্থল ত্যাগ করার সময় জেলা প্রশাসককে অবহিত করতে হবে। এদিকে শামিম আরা বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ছুটির আবেদন করেছি কিন্তু কি কারণে পেলেন না সেটা বুঝতে পারছিনা।