অন্যান্য

মেহেরপুর বাল্যবিবাহ নিরোধে বেসরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির র‌্যালী ও মতবিনিময়

By মেহেরপুর নিউজ

January 01, 2016

মেহেরপুর নিউজ, ০১ জানুয়ারি: মেহেরপুরকে বাল্য বিবাহ মুক্ত জেলা হিসাবে ঘোষনা করার লক্ষে মেহেরপুর বেসরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার উজলপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মেহেরপুর বেসরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ রফি, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক , জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহিন, মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন প্রমুখ। পরে সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়।