বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বিআরটিএ অফিসে গণশুনানি অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 10, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর বিআরটিএ অফিসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিআরটিএ অফিসের সামনে গণ শুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে বিআরটিএ অফিসের সেবা নিতে আসা জাকির হোসেন, আলাউদ্দিন, খায়রুজ্জামান, মোস্তাফিজুর রহমান, আওলাদ হোসেন,, ইশতিয়াক,, আবু সাঈদ, শফিকুল, আব্দুস সালাম, আব্দুস সাত্তার, আবু তালেব সহ বিভিন্ন গ্রামের সেবা নিতে আসা মানুষজন অভিযোগ করে বক্তব্য রাখেন।

অভিযোগ করে বলেন মেডিকেল সার্টিফিকেটর নামে অযথা হয়রানি, অযথা সময় বেশি নেওয়া, স্মার্ট কার্ড দেওয়ার নামই দীর্ঘদিন যাবৎ ঘোরানো সহ বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন।

এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, বিআরটিএর পরিদর্শক আতিয়ার রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া প্রমূখ।

গণশুনানিতে জেলা প্রশাসক অভিযোগকারীদের অভিযোগ শোনার পর তিনি বলেন এখানে লোক বল কম রয়েছে আমরা বাইরের কোনো লোক এখানে রাখব না, আমার অফিসের লোক দিয়ে পর্যায়ক্রমে কাজ চালাব। জেলা প্রশাসক আরও বলেন ঘুষ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমরা সবসময় কাজ করছি এখনো করব ভবিষ্যতে করে যাব।