বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধি শিক্ষার্থীদের পরিবেশনায় অভিভূত উপস্থিত সকলে।। প্রতিবন্ধিদের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহবান অতিথিদের

By মেহেরপুর নিউজ

December 06, 2017

মেহেরপুর নিউজ, ০৬ ডিসেম্বর: মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য সহ তাদের হাতের তৈরী শিল্পকর্ম দেখে অভিভূত হলেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সহ সকলে। আজ বুধবার মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্টান ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচলনা কমিটির সভাপতি সাংবাদিক তুহিন আরন্য’র সভাপতিত্বে অনুষ্টানে অতিথি হিসাবে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল, পুলিশ সুপার আনিছুর রহমান, মেহেরপুর জেলার সরকারী আইন কর্মকর্তা পিপি ও বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা পল্লব ভট্টাচার্য্য তরুণ, মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, মেহেরপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, বিদ্যালয়ের উপদেষ্টা ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান পৃষ্টপোষক দাতা সদস্যা বৃটেন প্রবাসী শহরের কৃতি সন্তান শামিমা রহমান কল্পনা। এছাড়াও বক্তব্য দেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা অতুল চন্দ্র রায়, মেহেরপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির অর্থসম্পাদক শাহিনুর রহমান রিটন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিক্ষাবিদ কে এম ফজলুল করিম কুনু মিয়া। অতিথিদের আলোচনার ফাঁকে ফাঁকে বিদ্যালয়ের প্রতিবন্ধি শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এ সময় শিক্ষার্থীদের হাতের তৈরী বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়। যা দেখে উপস্থিত সকলেই মুগ্ধ ও অভিভূত হন। বক্তব্যে এমপি ফরহাদ হোসেন বলেন, প্রতিবন্ধিদের সহায়তায় সরকার ব্যাপক ভিত্তিক কর্মসূচী নিয়েছে। তিনি মেহেরপুর প্রতিবন্ধি শিশুদের সহায়তায় পুলিশ সুপারের প্রস্তাব অনুয়ায়ী প্রচারণা কর্মসূচী গ্রহনের মাধ্যমে গণসম্পৃক্ততার আহবান জানান। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল বলেন, প্রতিবন্ধিদের সহায়তায় জেলা পরিষদ সর্বাত্বক সাহায্য করবে। পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, প্রতিবন্ধি শিশুদের সাহায্য সহ এই বিদ্যালয়ের উন্নয়নে তিনি প্রচারণামূলক কর্মসূচী গ্রহনের মাধ্যমে অর্থসংগ্রহ অভিযান চালানো আহবান জানান। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তুহিন আরন্য প্রতিবন্ধি শিশুদের সাহায্যে ও বিদ্যালয় কার্যক্রমকে গতিশীল করণে অতিথিবৃন্দ, দাতা সদস্য ও পরিচালনা কমিটির সকল সদস্যদের আর্থিক সহায়তার কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অতিথিরা সকলে বিদ্যালয়টির উন্নয়নে সমাজের সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনের আহবান জানান। উল্লেখ্য এই বিদ্যালয়টি প্রতিষ্টায় মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ মেহেরপুর সদর থানার পাশে একটি জমি বরাদ্দ দিয়েছেন। অনুষ্টানের শেষে প্রতিবন্ধি শিশুদের মাঝে শীতবস্ত্র, সাবান ও তৈল বিতরণ করা হয়।