বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

March 04, 2017

মেহেরপুর নিউজ,০৪ মার্চ:

মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পুলিশ সুপার আনিছুর রহমান, পুলিশ সুপার পতœী সালমা আখতার, মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহসভাপতি সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক, মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুপালী খাতুন প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক শোয়েব রহমান, যুগ্ম সম্পাদক ইয়াদুল মোমিন, সাংগঠনিক সম্পাদক জানে আলম, অর্থ সম্পাদক শাহিনুর রহমান রিটন । প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, প্রতিবন্ধীদের মানবিক ও মানসিক বিকাশে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। সে সকল প্রকল্প থেকে মেহেরপুরের প্রতিবন্ধীদের সহায়তার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল বলেন, মেহেরপুর প্রতিবন্ধী বিদ্যালয়টি যাতে ভালভাবে চলতে পারে তার জন্য জেলা পরিষদের তহবিল থেকে এককালীন দুই লাখ অনুদান দেওয়া হবে। এছাড়াও এই স্কুলের উন্নয়নে প্রতি খাত থেকে একটি করে প্রকল্প বরাদ্দ দেওয়া হবে। পুলিশ সুপার অনিছুর রহমান বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি অংশ প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীদের মানুষ করার দায়িত্ব যারা নিয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের অভিভন্দন। এই স্কুলের উন্নতিতে আমাদের সীমিতর সাধ্যের মধ্যে থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।