খেলাধুলা

মেহেরপুর ব্যাডমিন্টন ক্লাব টুর্ণামেন্টে জাহিদ-সেন্টু জুটি ফাইনালে

By মেহেরপুর নিউজ

December 26, 2020

মেহেরপুর নিউজ:

মুজিব শতবর্ষ উপলক্ষে মেহেরপুর ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে মেহেরপুর ফুড গোডাউন ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টে জাহিদ-সেন্টু জুটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শনিবার রাতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় জাহিদ-সেন্টু জুটি ২১-১৭,২১-১৭ সেটে সাইদ-আকাশ জুটিকে পরাজিত করে।