মেহেরপুর নিউজ:
মেহেরপুর ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ব্রাদার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট হলুদ দল জয়লাভ করেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় হলুূদ দল ৪ উইকেটে সবুজ দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সবুজ দল ৩২ ওভার ৪ বলে ১৫০ রান করে সভায় আউট হয়ে যায়। দলের পক্ষে জিকো ৫১ বলে ৪৯ রান করেন। হলুূদ দলের সেলিম ও সাব্বির ৪ টি করে উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে হলুদ দল ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চত করে। রাশেদ দলের পক্ষে সেলিম৪১ বলে ৪০ রান নট আউট ও আসিফ ৪২ বলে ২৯ রান করেন। সবুজ দলের হয়ে উইকেট নেন ইমন ২৬ রানে ২ ইউকেট ও জিকো ২৯ রানে দুই উইকেট। সেলিম ৪০ রান ও ৪ ইউকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হন।