ব্যবসা ও বানিজ্য

মেহেরপুর বড়বাজার ব্যাবসায়ী সমিতির উদ্দোগে বিরোধ নিস্পত্তি কার্যক্রম শুরু

By মেহেরপুর নিউজ

May 06, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মে: মেহেরপুর বড়বাজার ব্যাবসায়ী সমিতি ব্যাবসায়ীদের আভ্যন্তরীণ বিরোধ নিস্পত্তি কার্যক্রমের অংশ হিসাবে  আভ্যন্তরীণ আদালত বসিয়ে ৫ টি বিরোধ নিস্পত্তি করেছে। বড়বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান দিপু বলেছেন-ব্যাবসায়ীদের আভ্যন্তরীণ লেনদেন, চুক্তিপত্রের শর্ত, বকেয়া আদায় সহ বিভিন্ন বিষয় নিয়ে আগে ব্যাবসায়ীরা আইনও আদালতের শরনাপন্ন হত। এতে ব্যাবসায়ীদের আভ্যন্তরীণ বিরোধ অনেক ক্ষেত্রে স্থায়ী রূপ নিত। তাই ব্যাবসায়ীদের আভ্যন্তরীণ সম্পর্ক ও ব্যাবসায়ীক শৃক্সখলা অটুট রাখার স্বার্থে বিরোধ নিস্পত্তি কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এই লক্ষে ব্যাবসায়ী সমিতি বিরোধ নিস্পত্তি কমিটি গঠনে আভ্যন্তরীণ প্রতিকী আদালত গঠন করেছে। আজ মোছা: ছামসুন্নাহার বনাম রিমা, নজরুল ইসলাম বনাম ফজিলত শাহ, শ্রী সাধন কুমার দাস বনাম শ্রী তাপস, ইয়ারুল ইসলাম বনাম মিজানুর রহমান মিঠু সহ ৫ জন বাদী বিবাদীর অভিযোগ তাদের উপস্থিতিতেই উত্থাপিত হয়। এই সময় বিরোধ নিস্পত্তি কমিটি উভয়পক্ষের বক্তব্য শ্রবন করে উভয়ের সন্তুষ্টিক্রমে বিরোধ নিস্পত্তি করেন। এই সময় নিস্পত্তি কমিটির সদস্য ব্যাবসায়ী গিয়াস উদ্দিন, সানোয়ার হোসেন সেন্টু, আমিনুল ইসলাম খোকন, মফিজুর রহমান মফিজ, মোবাইদুল ইসলাম, আব্দুল হালিম, ডা: মো: আবুল কাশেম, আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান টোটন, সিরাজুল ইসলাম ও শেরহান খাঁন উপস্থিত থেকে সালিশী আদালতের কার্যক্রম পরিচালনা করেন।