মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার যাদুখালী ভৈরব নদীর উপর একটি ব্রিজের অভাবে মাইলের পর মাইল ঘুরে গ্রামবাসীদের গন্তব্যে যাতায়াত করতে হয়। গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে ভৈরব পার হচ্ছেন। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাশ ঘেষে পার্শ্ববর্তী যাদুখালী হয়ে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর ও যতারপুরের মধ্য দিয়ে বয়ে গেছে ভৈবর নদ। বিশাল এলাকা জুড়ে ভৈরব নদের অবস্থান হলেও যাদুখালী থেকে যতারপুরের দূরত্ব নদের এপার-ওপার। অথচ একটি ব্রিজের অভাবে এপার-ওপারের মানুষকে যাতাযাত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। অতীতেও একটি ব্রিজের অভাবে যাদুখালীতে অবস্থিত সাপ্তাহিক হাট উঠে গেছে। এছাড়া যতারপুর গ্রাম থেকে ছাত্র-ছাত্রীরা যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ দেখতে পেলেও ব্রিজের অভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে না ভর্তি হয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেহেরপুরের কোন কলেজে অথবা ৫কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহাজনপুর কলেজে ভর্তি হচ্ছে। এলাকাবাসী সরকারের কাছে যাদুখালী ও যতারপুরের মধ্যে ভৈরব নদের উপর একটি ব্রিজ নির্মানের জোর দাবি করেছেন।