বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 07, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের  মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর শহরের পিয়াদা পাড়ায় ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়। ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদ,ডাঃ এম এ বাসার, নীলুফার ইয়াসমিন,আবুল হাশেম প্রমুখ বক্তব্য রাখেন। পরে সেখানে কবিতা আবৃত্তি করা হয়।