অন্যান্য

মেহেরপুর-মহাজনপুর সড়কে কাঠ বোঝাই ট্রলি উল্টে চালক আহত

By মেহেরপুর নিউজ

October 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর: মেহেরপুর-মহাজনপুর সড়কের হাতিভাঙ্গা মোড়ে কাঠ বোঝাই ট্রলি উল্টে ট্রলি চালক আনছার আলী আহত হয়েছে। আহত চালক আনছার আলী গোপালপুর গ্রামের মজিবরের ছেলে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, সোমবার বিকালে আনছার আলী তার ট্রলিতে কাঠ বোঝাই করে মেহেরপুরের দিকে আসছিলো। পথিমধ্যে হাতিভাঙ্গা মোড়ে আসলে একই দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে চালক অঅহত হয়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।