রাজনীতি

মেহেরপুর মহিলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By মেহেরপুর নিউজ

September 15, 2015

মেহেরপুর নিউজ,১৫ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন করায় তা প্রত্যাহার চেয়ে শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাবেক সভানেত্রী শামিম আরা সমথর্থিত  মহিলা আওয়ামীলীগের অপর একটি গ্রুপ।

মঙ্গলবার বিকালে শহর আওয়ামী মহিলালীগের নেত্রী লতিফন নেছা লতার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ বক্তব্য রাথেন মহিলা আওয়ামীলীগের নেত্রীরা। তারা বলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী শামিম আরা হীরাকে সভানেত্রী হিসেবে দেখতে চাই। অন্য কাউকে তারা এ পদে দেখতে চাই না। পরে তারা সড়কে অবস্থান করার চেষ্টা করলে পুলিশি হস্তক্ষেপে তারা সড়কে পাশে অবস্থাননেয়।