বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

July 11, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ রাজু নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার । সোমবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার আকবপুর গ্রাম থেকে রাজুকে আটক করা হয়। রাজু আকবপুর গ্রামের জামাত আলীর ছেলে।

জানা গেছে গোপন সূত্রের খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে সঙ্গীয় এসআই খশরু আল মামুন, এএসআই জিএম শহিদুল ইসলাম, মোঃ রুহুল আমিন সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা আকবপুর গ্রামে রাজুর বাড়িতে অভিযান চালান।এ সময় রাজু পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তার নিকট থেকে ২৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণীর ১০ (ক) এবং ২৬(১) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।