বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মুক্ত দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 06, 2018

মেহেরপুর নিউজ,০৬ ডিসেম্বর: পতাকা উত্তোলন, র‌্যালি, পুষ্পার্ঘ অর্পণ, মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে মেহেরপুর মুক্ত দিবস।

এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম), পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুদুল আলম , সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কে.এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীসহ জেলার মুক্তিযোদ্ধারা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পন শেষে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।