ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুর মুক্ত দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ ডিসেম্বর: জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুর মক্ত দিবস পালন করলো জেলা মুক্তিযোদ্ধা সংসদ। রবিবার সকালে মেহেরপুর-১ আসনের (সদর ও মুজিবনগর) সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গন থেকে শুর করে কলেজ মোড়ে গিয়ে সেখানে বধ্যভুমির উপর অবস্থিত স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধারা। র‌্যালীতে অন্যদের মধ্যে

জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম, পুলিশ সুপার হামিদুল আলম অংশ নেন। পরে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমান্ডার বশির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্খিত ছিলেন মেহেরপুর-১ আসনের (সদর ও মুজিবনগর) সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের ভাইস চেয়ারম্যান ইসমত কাজী গামা, প্রচার সম্পাদক

আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম, জেলা মক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চলের তিন শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এর আগে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।