বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর-মুজিবনগর সড়কে সড়ক দূর্ঘটনায় এক যুবক আহত

By মেহেরপুর নিউজ

January 31, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জানুয়ারী:

মেহেরপুর-মুজিবনগর সড়কে এক সড়ক দূর্ঘটনায় এক যুবক মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা রাতে। জানা গেছে, এদিন রাত ৮ টার দিকে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে রুবেল (১৮) ও তার বন্ধু পলাশ (১৯) পৃথক ২ টি মোটর সাইকেল নিয়ে প্রতিযোগিতায় নামলে রুবেল মুজিবনগর উপজেলা ব্র্যাক অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি পাওয়ার ট্রলির পেছনে সজোরে ধাক্কা মারে। এতে সে মারাত্মক আহত হয়। তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।