ফুটবল

মেহেরপুর মৎস আড়ৎ সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল খেলা

By মেহেরপুর নিউজ

June 04, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মৎস আড়ৎ সমিতির উদ্যোগে শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

মৎস আড়ৎ একাদশ ও মৎস ফড়িয়া একাদশ এর মধ্যকার খেলায় মৎস্য ফড়িয়া একাদশ জয়লাভ করে। খেলায় মৎস্য ফড়িয়া একাদশ ২-০ গোলে আড়ৎ একাদশকে পরাজিত করে। বিজয় দলের সামিউল জয়সূচক গোলটি করেন। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান খেলার উদ্বোধন এবং খেলা শেষ পুরস্কার বিতরণ করেন।

আড়ৎ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী মুহিত,অনন্ত হালদার,জুম্মান, প্রমূখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক রকি, লিখন প্রমূখ উপস্থিত ছিলেন।