অন্যান্য

মেহেরপুর ময়ামারী গ্রমের রকি হত্যা মামলার অন্যতম ২ প্রধান আসামিকে আটক

By মেহেরপুর নিউজ

December 11, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০ ডিসেম্বর মেহেরপুর পুলিশ সদর উপজেলার ময়ামারী গ্রামের মোটর সাইকেল ছিনতায় ও রকি হত্যার সাথে জড়িত অন্যতম ২ প্রধান আসামিকে আটক করেছে। এ নিয়ে পুলিশ ওই মামলার ৭ আসামিকে গ্রেফতার করলেও পূর্বের আটক ৫ আসামি ওই ঘটনার সাথে জড়িত না থাকার দাবী জানালেও শেষে আটক ২ আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা ¯^ীকার করেছে। আটক ২ আসামি হলো কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা শহরের কাঁসারীপাড়ার ইউনূচ আলীর ছেলে মানিক (৩৫) এবং একই উপজেলার গড়লা গ্রামের রূপচাঁদ মন্ডলের ছেলে আক্কাস (৩৮)। উলে­খ্য, চলতি সালের ১ সেপ্ট¤^র মেহেরপুর সদর উপজেলার ময়ামারী গ্রামের গোলাম মোস্তফা ও তার ছেলে রফিকুল ইসলাম রকি ঘটনার রাত ১১ টার দিকে কোলার মোড়ের দর্জির দোকান থেকে কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে চাঁদবিল ও ময়ামারী গ্রামের মাঝে মাঠের মধ্যে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে রকিকে হত্যা ও তার পিতা গোলাম মোস্তফাকে পিটিয়ে আহত করে মোটর সাইকেল ও মোবাইল ফোন  ছিনতাই করে নিয়ে যায়। ওই ঘটনায় গোলাম মোস্তফা বাদি হয়ে আজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেন। এ ঘটনার পর পুলিশ গত ৪ সেপ্ট¤^র আমঝুপি গ্রামের আব্দুল হান্নানের ছেলে ফিরোজ, ২০ সেপ্ট¤^র একই গ্রামের গোলাম শাহ’র ছেলে জিয়া, ২৯ সেপ্ট¤^র কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গড়–য়া গ্রামের মাদার মন্ডলের ছেলে খোকন এবং ৯ অক্টোবর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার রবিউল ইসলাম ও ভিকু মন্ডলকে আটক করে।