বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর যাদবপুর গ্রামে বিষধর সাপ আটক

By মেহেরপুর নিউজ

March 16, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ মার্চ: মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের একটি আমবাগান থেকে প্রায় সাড়ে ৩ হাত লম্বা একটি খরিশ সাপ আটক করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালের দিকে যাদবপুর গ্রামের মামলত মোল­ার আম বাগানে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় বিষধর ওই সাপটি ট্রাক্টরের লাঙলে জড়িয়ে পড়ে। এসময় একই গ্রামের আনছারের  ছেলে খাইরুল কৌশলে বিষধর সাপটি আটক করে কলসের মধ্যে রেখে দেয়। এসময় সাপটি দেখার জন্য সেখানে উৎসুখ জনতার ভীড় লেগে যায়।