টপ নিউজ

মেহেরপুর রশ্নি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে নবীন বরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 10, 2020

মেহেরপুর নিউজ:

ডিজিটাল যুব উন্নয়ন আইটি নেটওয়ার্ক কর্তৃক পরিচালিত মেহেরপুর রশ্নি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে নবীন বরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার বেলা ৩ টায় মেহেরপুর বাসষ্ট্যান্ড চৌ রাস্তার মোড়ে ফিন ফুড এন্ড ক্যাটারিং কমিউনিটি সেন্টারে মেহেরপুর রশ্নি কম্পিউটারের পরিচালক এস এম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আল আমিন (ধুমকেতু),ডিজিটাল যুব উন্নয়ন আইটি নেটওয়ার্ক এর চেয়ারম্যান গোলাম রসুল জয়, মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, মেহেরপুর নিউজের যুগ্ম বার্তা সম্পাদক সাঈদ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার প্রশিক্ষক মাহমুদা মিলি। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ব্যাচ ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন রশ্নি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষকরা । এবং পরে রশ্নি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। অনুষ্ঠানে রশ্নি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবধনা দেওয়া হয়।

এর আগে ডিজিটাল যুব উন্নয়ন আইটি নেটওয়ার্ক এর চেয়ারম্যান মেহেরপুর রশ্নি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রকে খুলনা বিভাগের শ্রেষ্ট পরিচালক ঘোষনা দেন ও রশ্নি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম রাসেলকে ক্রেষ্ট প্রদান করেন ।

রশ্নি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে নবীন বরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ৪ টি কম্পিউটার অনুদান দেওয়ার ঘোষানা দেন।